করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে হংকং

নিউজ ডেস্কঃ

গত কয়দিনে স্থানীয় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বুধবার (১৫ জুলাই) থেকে সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে হংকং সরকার।

নতুন ৫২ জন সংক্রমিত হওয়ার পর সোমবার (১৩ জুলাই) এই ঘোষণা আসে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এদের মধ্যে ৪১ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে।

প্রধান নির্বাহী ক্যারি লাম জানান, জনপরিসরে চারজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আগে ৫০ জন পর্যন্ত অনুমতি ছিল।

সব রেস্টুরেন্ট সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত শুধু খাবার নিয়ে যাওয়ার অর্ডারগুলো নিতে পারবে। এই সময়ের বাইরে প্রতিটি টেবিলে সর্বোচ্চ চারজন বসতে পারবে।

নতুন নিয়ম অনুযায়ী গণপরিবহনে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। জিম এবং ক্রীড়া কেন্দ্রগুলো এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। সরকারি চাকরিজীবীদের জন্য কাজের সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরকার বিভিন্ন কোম্পানিকে কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

এছাড়া, বৃদ্ধাশ্রমের কর্মী, ট্যাক্সি চালক এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কর্মীসহ অধিক ঝুঁকির মধ্যে থাকা চার লাখ মানুষকে বিনামূল্যে পরীক্ষা করার সুযোগ দেওয়া হবে।

জানুয়ারির শেষ থেকে এ পর্যন্ত হংকংয়ে ১ হাজার ৫২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: