‘অকাস’ চুক্তিতে নিন্দা উত্তর কোরিয়ার;পারমানবিক অস্ত্র প্রতিযোগিতা শুরুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মধ্যে নতুন নিরাপত্তা চুক্তির (অকাস) নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলেছে এটির ফলে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এ ধরনের চুক্তি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং বিপজ্জনক যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে বিপর্যস্ত করবে এবং পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান ওই চুক্তির সমালোচনা করে বলেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার নতুন জোটটি আঞ্চলিক শান্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

উত্তর কোরিয়া চীনকে সমর্থন করে বলেছে, শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার এমন চুক্তির সমালোচনা করাটাই স্বাভাবিক।

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে নিয়ে নতুন এক জোট গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবার (১৫ সেপ্টেম্বর) তিন দেশের সরকারপ্রধান যৌথভাবে এ জোটের ঘোষণা দেন। চুক্তি অনুসারে, অস্ট্রেলিয়াকে নিউক্লিয়ার সাবমেরিন তৈরিতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

  •  
  •  
  •  
  •  
ad0.3