
চীনে যাত্রীবাহী বিমানে আগুন

নিউজ ডেস্ক: চীনে তিব্বত এয়ারলাইনসের একটি বিমান দূর্ঘটনার শিকার হয়েছে। ১১৩ জন যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে বিমানটি যাত্রা শুরু করেছিল। বিমামটি রানওয়েতে ছিটকে পড়ে এবং এতে আগুন ধরে যায়। চাংকিং বিমান বন্দরে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তিব্বত এয়ারলাইনসটির ওই যাত্রীরা নিরাপদে রয়েছেন।
তিব্বত এয়ারলাইনস জানিয়েছে, এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
চীনা আরেকটি রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, তাৎক্ষণিক হতাহতের খবর জানা যায়নি।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, সিসিটিভির একটি ভিডিও ফুটেজে দেখা গেছে— উড়োজাহাজটি থেকে তীব্র মাত্রায় কালো ধোঁয়া বের হচ্ছে। আগুন নেভাতে লোকজনকে রানওয়েতে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে।
You must be logged in to post a comment.