আফগানিস্তানের রাজধানী কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নামাজের সময় একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইতালিয়ান বেসরকারি সংস্থা ইমারজেন্সি জানিয়েছে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে কয়েক ডজন মানুষ।

সংস্থাটি এক টুইটবার্তায় জানায়, বিস্ফোরণে তারা এখন পর্যন্ত আহত ২৭ জনকে পেয়েছে। এর মধ্যে ৫টি শিশুও রয়েছে।

এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণস্থলে ২০ জনের মৃত্যু ও ৪০ জন আহত হয়েছেন। অন্যদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

এ ব্যাপারে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছেন, তবে ঠিক কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত করেননি।

এক টুইটবার্তায় তিনি বলেন, বেসামরিকদের হত্যাকারীদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এদিকে বিস্ফোরণে অনেকে হতাহত হলেও দেশটির পুলিশ কোনো তথ্য জানায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শক্তিশালী একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। বিস্ফোরণে আশপাশের ভবনের জানালাগুলো ভেঙে গেছে।

তালেবানের এক মুখপাত্র বলেছেন, তারা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।

এরই মধ্যে গোয়েন্দা কর্মকর্তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3