শীর্ষ স্মার্টফোন নির্মাতার স্থান হারিয়েছে অ্যাপল

নিউজ ডেস্ক:

মোবাইল ফোন বিক্রিতে পিছিয়ে পড়ল আই ফোন নির্মাতা স্টিভ জোবসের অ্যাপল। বিশ্বজুড়ে ফোন বিক্রিতে প্রতিদ্বন্দ্বী স্যামসাঙের কাছে পিছিয়ে পড়তে হল। ফলে সবচেয়ে বেশি বিক্রিত ফোন উ‍ৎপাদককারীর আসন হাতছাড়া হল।

সোমবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিযোগিতায় অ্যান্ড্রয়েড নির্মাতাদের থেকে পিছিয়ে গিয়েছে অ্যাপল। আবারও স্মার্টফোন বিক্রিতে অ্যাপলকে হটিয়ে শীর্ষ স্থান দখল করেছে স্যামসাং। নিজের করে নিয়েছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতার খেতাব।

রোববার (১৪ এপ্রিল) গবেষণা সংস্থা আইডিসি জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রি বেড়েছে ৭ দশমিক ৮ শতাংশ। স্মার্টফোনের এই বিশাল বাজারের ২০ দশমিক ৮ শতাংশ আধিপত্য নিয়ে শীর্ষে অবস্থান করছে স্যামসাং। ওই সময়ে দক্ষিণ কোরীয় কোম্পানিটি ৬০ মিলিয়নেরও বেশি ফোন বিক্রি করেছে।

১৭ দশমিক মার্কেট শেয়ার নিয়ে অ্যাপল বর্তমানে রয়েছে দ্বিতীয় স্থানে। হুয়াওয়ের মতো চীনা ব্র্যান্ডগুলোর মার্কেট শেয়ার বেড়েছে। চীনের অন্যতম স্মার্টফোন নির্মাতা শাওমি ১৪ দশমিক ১ শেয়ার নিয়ে প্রথম কোয়ার্টারে তিন নম্বরে অবস্থান করছে।

  •  
  •  
  •  
  •