জয়পুরহাটে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে ব্যাংকার আটক

নিউজ ডেস্কঃ

ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার সময় জয়পুরহাট শহরের পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে রায়হান বিল্লাহ ময়নুল হাসান ওরফে মুন (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
২৮ অক্টোবর শনিবার রাত আটটার দিকে ওই ব্যাংক কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ দাবি করেছে। ধৃত মুয়নুল হাসান বগুড়া সদর উপজেলার গোকুল গ্রামের রেজাউল করিম টুটুলের ছেলে।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুনিরুল ইসলাম জানান, ঢাকা’র মতিঝিল শাখার উত্তরা ব্যাংকের সিনিয়ার অফিসার রায়হান বিল্লাহ ময়নুল হাসান ওরফে মুন এক জন মাদকাশক্ত ব্যাক্তি। সেই সূত্র ধরে বিভিন্ন মাদক ব্যবসায়ীর হাতে তার পূর্ব পরিচয়ও রয়েছে। গোয়েন্দা পুলিশের হাতে মাদকসহ আটক এক নারীকে ছাড়িয়ে নিতে ওই ব্যাংক কর্মকর্তা নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে পরিচয় দেন। সন্দেহ হলে পুলিশ তাকে ডেকে প্রাথমিক জিজ্ঞাসাদের এক পর্যায়ে এই প্রতারণার বিষয়টি ধরা পরে।

  •  
  •  
  •  
  •