চারদিন করোনার টিকাদান কার্যক্রম বন্ধ

নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে চারদিন করোনা টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে সরকারঘোষিত তিন দিনের ঈদের ছুটি (২০, ২১ ও ২২ জুলাই) শুরু হচ্ছে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এর সঙ্গে যুক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ও করোনা টিকাদান কর্মসূচির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঈদের সরকারি ছুটির তিনদিন ও সেইসঙ্গে শুক্রবার ছুটির দিনসহ মোট চারদিন সারাদেশে টিকাদান বন্ধ থাকবে। শনিবার থেকে যথারীতি টিকাদান কর্মসূচি আবার শুরু হবে।
এদিকে করোনাভাইরাসের টিকা নেওয়ার বয়স ৩০ বছর নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ জুলাই করোনার টিকার বয়স ৩৫ বছর করা হয়। এর দুই সপ্তাহের মাথায় তা কমিয়ে ৩০ বছর করা হলো।