ডিনএনসিসিতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: মেয়র আতিক

নিউজ ডেস্ক:

সামাজিক আন্দোলনের সুফল হিসেবেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে কমছে বলে দাবি করেছেন মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর মধুবাগ এলাকায় ‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসা-বাড়ি করি পরিষ্কার’ বাস্তবায়ন-পূর্বক উপস্থিত সাংবাদিকদের সামনে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে স্লোগানটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার সময় ডিএনসিসি মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে নগরবাসীর সচেতনতার কারণেই অন্যান্য এলাকার তুলনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক অনেক কম রয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গতকাল মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ২১০ জন ডেঙ্গু রোগীর মধ্যে ডিএনসিসি এলাকার ডেঙ্গু রোগী রয়েছেন মাত্র ৩২ জন। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা রাজধানীর মোট আক্রান্তের তুলনায় অনেক কম হলেও এটি শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
ad0.3