ঈশ্বরদীতে যুবলীগ নেতার উপর গুলিবর্ষণ

নিউজ ডেস্ক:

পাবনার ঈশ্বরদীর আলহাজ টেক্সাইল মিলস উচ্চবিদ্যালয়ের সামনে বাঁশহাটের সামনে প্রকাশ্যে শাহীন হোসেন ওরফে রুটি শাহীন নামে এক যুবলীগ নেতাকে গুলি করেছে দূর্বৃত্তরা। গতকাল শনিবার (১৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শাহীন ঈশ্বরদী পৌর যুবলীগের ৯নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক এবং ঈশ্বরদী পৌর ইস্তা এলাকার আবদুর রশিদের ছেলে।

৮টার দিকে আলহাজ মোড়ের বাঁশহাটের সামনে রমজানের সার্ভিসিং সেন্টারের সামনে বসে ছিলেন শাহীন। এ সময় তিনজন একটি মোটরসাইকেলে এসে শাহীনকে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলি বুকে ও হাতে লেগে সেখানেই লুটিয়ে পড়ে শাহিন। বিকট শব্দে তাৎক্ষণিকভাবে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। মোটরসাইকেল আরোহীরা গুলি করে দ্রুত স্থান ত্যাগ করলে স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ আরটিভি নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। সেখান থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল বলেন, চার থেকে পাঁচজনের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3