শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দোকান রাখা বা করা যাবেনা; স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দোকান রাখা বা করা যাবেনা।
গত ২৪ নভেম্বর, জননিরাপত্তা বিভাগের উপসচিব ও কাউন্সিল অফিসার আশাফুর রহমান এর স্বাক্ষরিত “একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮ তম বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন ও অনুমতি প্রেরণ” প্রসঙ্গে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের সকল স্কুল ও কলেজের সামনে কোনো স্থায়ী/ অস্থায়ী দোকান না রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়কে পত্র যোগাযোগের মাধ্যমে এবং পুলিশ বাহিনীর সহযোগিতায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের সুপারিশ করা হয়।”