সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে
নিউজ ডেস্ক:
রাজধানীর ধানমণ্ডি সায়েন্স ল্যাবের পাশে একটি তিনতলা ভবন আংশিক ধসে পড়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
আজ রবিবার (৫ মার্চ) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। ১০টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিকট শব্দে সবকিছু অন্ধকার হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো এলাকা। কেউ কেউ জানিয়েছেন, এসি বিস্ফোরণের কারণে এরকম বিকট শব্দ হয়েছে। ভবনের দেয়ালসহ অনেক কিছু ছিটকে সড়কে পড়েছে। বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। তারা ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন।
এদিকে, পুলিশ সদস্যরা সায়েন্স ল্যাব এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

