কুরআন থেকে ২৬টি আয়াত সরিয়ে দিতে আদালতে রিট

india

নিউজ ডেস্কঃ পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিলের আবেদন জানিয়ে ভারতের সুপ্রিমকোর্টে একটি রিট দায়ের করছেন দেশটির উত্তরপ্রদেশের শিয়া কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী।

আদালতে দায়ের করা পিটিশনে রিজভীর দাবি, নিজেদের ক্ষমতা বাড়াতে কুরআনে এই ২৬টি আয়াত ঢুকিয়েছেন ইসলামের তিন খলিফা- হজরত আবু বকর (রা.), হজরত উমর (রা.) ও হজরত উসমান (রা.)। আর এসব আয়াত সহিংসতা এবং মানুষজনকে জিহাদের ব্যাপারে উস্কানি দেয় বলে দাবি করেছেন রিজভী।

রিজভির এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল’ বোর্ড এবং অন্যান্য মুসলিম সংগঠন। একই সঙ্গে রিজভির করা এই পিটিশন বাতিলের আবেদন জানানো হয়েছে।

এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিতর্কিত ওয়াসিম রিজভিকে গেফতারের দাবি জানিয়েছেন ভারতের শিয়া এবং সুন্নি নেতারা।

  •  
  •  
  •  
  •