১৯ মাস পর টি-টোয়েন্টি দলে টেইলর

স্পোর্টস ডেস্কঃ

নিউজিল্যান্ডের হয়ে রস টেইলর সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০১৬ সালের মার্চে। এরপর কিউইদের হয়ে সীমিত ওভারের এ ফরম্যাটে দেখা যায়নি মিডলঅর্ডার এ ব্যাটসম্যানকে। দীর্ঘ ১৯ মাস পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ফের ডাক পেয়েছেন তিনি।

তিন ম্যাচ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে নিউজিল্যান্ড। কানপুরে দুর্দান্ত লড়াইয়ে শেষ ম্যাচটি ৬ রানে হেরেছিল কিউইরা। ওয়ানডের পর এবার চার-ছক্কার লড়াইয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দিল্লিতে আগামীকাল কিউইদের স্বাগত জানাবে বিরাট কোহলির দল।

ইনজুরিতে থাকা টড অ্যাস্টেলের পরিবর্তে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন রস টেইলর। বোলিং অলরাউন্ডার অ্যাস্টেল ভারতে প্রস্তুতি ম্যাচ খেলার সময় কুঁচকির ইনজুরিতে পড়েন।

ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে দারুণ ফর্মে ছিলেন টেইলর। প্রস্তুতি ম্যাচে বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে সেঞ্চুরি ছাড়াও তিন ম্যাচ ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছে ১৫৫ রান। তাকে দলে নেওয়া প্রসঙ্গে ‍নিউজিল্যান্ড দলের প্রধান কোচ মাইক হেসন বলেন, ‘রস দারুণ ফর্মে রয়েছে। মিডলঅর্ডারে সে আমাদের দলে পছন্দের একজন খেলোয়াড়। টডের জন্য দলে না থাকাটা দুঃখজনক হলেও অভিজ্ঞ টেইলরের যুক্ত হওয়া দলের জন্য দারুণ হবে।’

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, ইস সোধি, টিম সাউদি, রস টেইলর, ট্রেন্ট বোল্ট, টম ব্রুসি, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলাস, অ্যাডাম মিলনে, কলিন মানরো, গ্লেন ফিলিপস।

  •  
  •  
  •  
  •