আজ থেকে আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু: লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক: কাতার বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে কোয়ালিফাই করতে ‘সি’ গ্রুপের পরের দুটি ম্যাচ জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার। এমন সমীকরণে মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত জয়ে আসরে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে আলসিলেস্তেরা। বাঁচামরার ম্যাচে প্রাণ ফিরে পাবার পর দলের প্রাণভোমরা লিওনেল মেসি জানালেন, আজ থেকে আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু।
লুসাইল স্টেডিয়ামে শনিবার (২৬ নভেম্বর) মেক্সিকোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। দুই গোলেই অবদান ছিল মেসির। পুরো ম্যাচে যোগ্য নেতার মতো সামনে থেকে নেতৃত্ব দিয়েই মাঠ ছেড়েছেন তিনি।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারের পর আলবিসেলেস্তে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছিলেন, পরের দুটি ম্যাচ তাদের কাছে ফাইনালের মতো। একটি হারলেই শেষ হয়ে যাবে তাদের বিশ্বকাপ মিশন।
মার্টিনেজের সে কথাই যেন মেক্সিকোর বিপক্ষে জয়ের পর মেসি পুনরাবৃত্তি করলেন। দলের ওপর বিশ্বাস রাখতে বললেন সমর্থকদের।
টিওয়াইসিকে দেয়া সাক্ষাতকারে মেসি বলেন,‘আমাদের সামনে অন্য কোনো পথ ছিল না। আমাদের জিততে হতো, যাতে সবকিছু আমাদের নিজেদের হাতে থাকে। আমি সবাইকে একই কথা বলি, তারা যেন সবসময় আমাদের ওপর বিশ্বাস রাখে। যা করার দরকার ছিল, আজ আমরা তাই করেছি। আজ আর্জেন্টিনার জন্য আরেকটি বিশ্বকাপ শুরু হলো।’