নানার বাড়ি বেড়াতে এসে মামার হাতে দুই শিশু ভাগ্নি খুন

নিউজ ডেস্ক:

নানার বাড়ি বেড়াতে এসে মানসিক প্রতিবন্ধী মামার হাতে খুন হয়েছে দুই শিশু ভাগ্নি। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া প্রাথমিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ কাজীর বলশা গ্রাম থেকে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুরা হলো ছায়মা (৪) ও তৃপ্তি (৩)। এ ঘটনায় দুই শিশুর মানসিক প্রতিবন্ধী মামা মাহবুবকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। মাহবুব ওই গ্রামের আব্দুস সালামের বড় ছেলে।

পুলিশ জানায়, ১২-১২ দিন আগে ঈশ্বরগঞ্জ থানার উচাখিলা গ্রামের সালামের বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তার দুই মেয়ে। মাহবুব আজ দুপুরে তার বোন হালিমার মেয়ে তৃপ্তি এবং ছালমা বেগমের মেয়ে ছায়মাকে ঘরে ডেকে এনে কুপিয়ে ও জবাই করে হত্যা করেন। এ সময় বাড়ির অন্যরা পাশের ঘরে খাওয়া-দাওয়া করছিল। পরে ঘটনা জানতে পেরে শিশুর স্বজনরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঠিক কারণ কারণ জানাতে পারেনি পুলিশ।

  •  
  •  
  •  
  •