কুবিতে প্রক্সি দিতে গিয়ে জবি ও চবির শিক্ষার্থীসহ আটক ৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৫-১৬ শিক্ষা বর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা গতকাল শনিবার বাণিজ্য অনুষদ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়সহ শহরের ৯টি কেন্দ্র এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে ৬৩ শতাংশ, ‘বি’ ৬৪ শতাংশ ও ‘সি’ ইউনিটের ৭১ শতাংশ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে।

এদিকে শুক্রবারও শনিবার ‘এ’ ও ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে দিয়ে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিরাজুল ইসলাম নামে এক শিক্ষার্থী সহ মোট পাচঁ জনকে আটক করা হয়।

শনিবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জহির রায়হান নামে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিনান্স এ্যা- ব্যাংকিং বিভাগের দিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে নবাব ফয়জুন্নেসা সরকারী মহিলা কলেজ থেকে আটক করা হয়।

পরে ভ্রাম্মমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট মাহফুজা তাকে ১ বছরের জেল দেন।

  •  
  •  
  •  
  •  

Tags: