স্বল্প পোশাকের পুরুষ দেখলে মেয়েদেরও মন চঞ্চল হয়, ইমরানকে খোঁচা তসলিমার

taslima

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ার জন্য মেয়েদের স্বল্পবাসকে দায়ী করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার তাঁর মন্তব্যই তাঁকে কার্যত ফিরিয়ে দিলেন লেখিকা তসলিমা নাসরিন।

পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক থাকাকালীন, মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন ইমরান। সেই সময় তোলা ইমরানের একটি ছবি মঙ্গলবার টুইটারে তুলে ধরেছেন তসলিমা।

ছবিতে ইমরানের শরীরের ঊর্ধ্বভাগ দৃশ্যমান এবং তাঁর গায়ে কোনও জামা নেই। সেই নিয়ে তসলিমা লেখেন, ‘পুরুষ যদি স্বল্প পোশাক পরে, তাতে মেয়েদেরও মন চঞ্চল হতে পারে, যদি না তারা রোবট হয়।’

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে পাকিস্তানে বেড়ে চলা ধর্ষণের ঘটনা নিয়ে ইমরানকে বলতে শোনা গিয়েছিল, যদি একজন মহিলা খুবই অল্প পোশাক পরে ঘুর বেড়ান, তবে তার প্রভাব একজন পুরুষের উপর পড়তে বাধ্য। এর ফলে মন চঞ্চল হতে পারে পুরুষের। যদি না তিনি রোবট হন। এটা কমন সেন্সের ব্যাপার।”

সেই সঙ্গে তিনি বলেন, “কামনা বা বাসনা সংবরণ করার জন্যই পর্দা প্রথার প্রচলন হয়েছে। তবে এই সংবরণের জন্য যে ইচ্ছাশক্তি দরকার, তা সবার নেই।”

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: ,