
বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেলো অপর বন্ধুর

নিউজ ডেস্ক:
বগুড়া শহরের কলোনীতে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনোয়ার শহরের চকসুত্রাপুর এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, সোমবার ভোর ৫ টায় শহরের ৪ নাম্বার ওয়ার্ডে চকসুত্রাপুর সুইপার কলোনি এলাকায় আনোয়ারকে ছুরিকাঘাত করে তার বন্ধু সুজন। তারা সব সময় একই সাথে চলাচল করতো। তবে অজ্ঞাত এক কারণে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয় ও সেই থেকে এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান,নিহত আনোয়ারের শরীরে একাধিক ছুরিকাঘাতে চিহ্ন আছে। ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে তাদের মধ্যে শত্রুতার কারণ জানা যায়নি।
You must be logged in to post a comment.