কুষ্টিয়ায় আরো ১৪ জনের মৃত্যু

করোনা ডেস্ক:

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৮ জন ও উপসর্গে ৬ জন মারা গেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২৪ জন ।

এদিকে কুষ্টিয়ায় দুইশ’ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপ বাড়ছেই। রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম অবস্থার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হাসপাতালে শয্যা সংকট প্রকট আকার ধারণ করেছে। ওয়ার্ডের বারান্দায় বাড়তি রোগীদের চিকিৎসা চলছে। সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল ২৭০ জন রোগী। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ২৭টি নমুনা পরীক্ষায় নতুন আরও ২৭৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮৮ ভাগ। এছাড়া ল্যাবরেটরির প্রাপ্ত ফলাফলে শুধু গত এক সপ্তাহেই জেলায় প্রায় দুই হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ শতাংশ। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৩৩৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৭৯ জন।

কুষ্টিয়া জেলা প্রশাসন আরোপিত দুই সপ্তাহ কঠোর বিধি-নিষেধ ও পরবর্তীতে সরকার ঘোষিত এক সপ্তাহ লকডাউন শেষে চলমান পরবর্তী আরও এক সপ্তাহ লকডাউন দিয়েও রোধ করা যাচ্ছে না মৃত্যু ও সংক্রমণ ঊর্ধ্বগতি। জেলা শহর ও ছয় উপজেলার প্রতিটি গ্রামে এখন সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3