করোনা পরীক্ষা করাতে এসে লাইনে দাঁড়িয়েই দুজনের মৃত্যু

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে এসে লাইনে দাঁড়ানো অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে দুজনের মৃত্যু হয়েছে।

চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে নমুনা দিতে এসে বুধবার সকালে কামরুন্নাহার (৪০) নামের এক নারী মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি পাশ্ববর্তী উপজেলা মতলব দক্ষিণের পদুয়া গ্রামের মো. আব্দুর সাত্তারে স্ত্রী।

কামরুন্নাহারের স্বামী আব্দুর সাত্তার জানান, আমার স্ত্রীর আগেই হৃদরোগ ছিল। গত কয়েকদিন যাবৎ জ্বর, সর্দি-কাশি থাকায় তাকে করোনা পরীক্ষা করার জন্য কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আজ বুধবার সকালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে এসে লাইনে দাঁড়ানো অবস্থায় অসুস্থ হয়ে মো. ইকবাল (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

মৃতের স্বজনরা জানান, গত কয়েকদিন ধরে জ্বর-ঠাণ্ডায় ভুগছিলেন ইকবাল। এ কারণে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে আজ সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল চত্বরে বিএমএ ভবনে নমুনা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ করে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: , , ,