গাজীপুরে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে করোনা !

করোনা ডেস্ক:

গাজীপুরে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমন। আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫৮৭জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ৪০৫ জন। সবচেয়ে বেশী সংক্রমন দেখা দিয়েছে শ্রীপুর উপজেলায়। ওই সময় সেখানে করোনা পজিটিভ হয়েছেন ১১০জন।
গাজীপুরের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন পজিটিভ ৪০৫ জনের মধ্যে কালীগঞ্জে ১৮, কালিয়াকৈরে ১৯, কাপাসিয়ায় ৬৮, শ্রীপুরে ১১০ ও মহানগরী ও সদর উপজেলায় ১৯০ জন রয়েছেন। ৫৮৭জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ হন। আক্রান্তের হার ৬৯.৯৯ ভাগ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে দুইজনের। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৪০জনে।

এদিকে রোগীর চাপে জেলায় করোনা চিকিৎসার একমাত্র শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কোন বিছানা খালি নেই। ১২০ বিছানার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৫৭ জন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, করোনা ওয়ার্ডে ৮৮জন, আইসোলেশন ওয়ার্ডে ৭৯জন এবং আইসিওতে ১০জন মিলিয়ে ১৫৭জন ভর্তি আছেন। বিছনা আছে ১২০টি। বিকল্প পদ্ধতি বাকিদের চিকিৎসা চালিয়ে নেওয়া হচ্ছে। ভর্তিকৃত ১৫৭জনের প্রায় সবাইকে অক্সিজেনর দিতে হচ্ছে। এমন সংকটাপন্ন রোগীও আছে যাদের মিনিটে ৬০ লিটার অক্সিজেন দিতে হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3