করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে এপর্যন্ত মারা গেছে ৪২ লাখ ৩৪ হাজার

নিউজ ডেস্ক: 

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৪২ লাখ ৩৪ হাজার ১৫৪ জন এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৮৮ লাখের বেশি।

তাদের দেওয়া তথ্যে আরো উল্লেখ আছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৫১ লাখ ২৪ হাজার ১০১ জন এবং মারা গেছেন ছয় লাখ ১৩ হাজার ৬৬০ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২৪ হাজার ৭৭৩ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৫০১ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৫৭ হাজার ২২৩ জন।

দেশে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ হাজার ১৬২ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন।

এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৪১৪ কোটি ৫২ লাখ ২৪ হাজার ৪৮৯ ডোজ।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: , , ,