
রাজশাহী মেডিকেলে আরো ৩ মৃত্যু

করোনা ডেস্ক:
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা।
তিনজনের একজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন।
আজ রবিবার (১৭ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন।
শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। রামেক করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে ৭০ জন ভর্তি আছেন।
রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৪৫টি নমুনা পরীক্ষায় চারজন ও মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ১৭৮টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন দুইজন। রামেক হাসপাতালের করোনা রিপোর্ট অনুসারে জেলায় শনাক্তের হার ২ দশমিক ২৬ শতাংশ।
You must be logged in to post a comment.