কক্সবাজার থেকে ৪ লাখ ইয়াবা জব্দ!

নিউজ ডেস্ক:

কক্সবাজারের উখিয়ায় চার লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের করইবনিয়া থেকে এসব উদ্ধার করা হয়। তবে পাচারকারীদের কেউ আটক হননি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এতথ্য নিশ্চিত করেন।

উখিয়ার করাইবুনিয়ায় একটি পাহাড়ে লুকিয়ে রাখা বস্তাভর্তি ৪১ কার্ড ইয়াবা উদ্ধার করে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) আভিযানিক দল। এসব কার্ডে চার লাখ ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক জানান, উদ্ধার ইয়াবা নিয়ে ফেরত আসার সময় চোরাকারবারিরা দলবলসহ দেশীয় অস্ত্র, লোহার রড এবং রামদা নিয়ে টহলদলের ওপর আকস্মিক আক্রমণের চেষ্টা চালান। এসময় বিজিবি টহলদল কৌশলগত অবস্থান নিয়ে তাদের জানমাল রক্ষার্থে চোরাকারবারিদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি করে। এক পর্যায়ে চোরাকারবারিরা দ্রুত পাহাড়ি গহীন জঙ্গলের দিকে পালিয়ে যায়।

  •  
  •  
  •  
  •  
ad0.3