সিলেটের আবাসিক ভবন থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি ভবন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট গ্রামের আলী আহমদের ছেলে রবিউল হক রবি (২৪)। তিনি পেশায় হোটেলের কর্মচারী ছিলেন।

উপজেলার সদর বাসস্ট্যান্ডসংলগ্ন পলাশী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্টাফদের থাকার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দোকান মালিক ও কর্মচারী এবং পুলিশ সূত্র জানায়, বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টায় ডিউটি শেষে হোটেল ভবনের তৃতীয় তলায় স্টাফদের থাকার কক্ষে ঘুমাতে যায় রবি। কিন্তু সন্ধ্যা ৬টায় কাজে যোগ না দেওয়ায় অন্য কর্মচারীরা তাকে ডাকতে যান। কোনো সাড়া না পেয়ে ওপরের তলার টিনের ঘরের ফাঁকা অংশ দিয়ে দেখতে পান গলায় ফাঁস দেওয়া অবস্থায় রবির মরদেহ ঝুলছে। পরে কর্মচারীরা হোটেল মালিককে বিষয়টি জানায়।

জৈন্তাপুর মডেল থানার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ বলেন, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ প্রেরণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: