
বাজেটে কেমন কৃষির রূপ?

ইতোমধ্যেই ২০২২–২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে।উক্ত বাজেটে অনেক ক্ষেত্র যেমন মানুষের জন্যে বয়ে আনবেআশার আলো তেমনি অনেক খাত ই কর্যে বিচলিত।
তবে এবার কৃষি খাতে বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে। ফলে কৃষকগণ ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিগণ সুবিধাপ্রাপ্ত হবেন।
কৃষি যন্ত্রপাতিতে (কম্বাইন্ড হারভেস্টার ও থ্রেসার) কর রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। সার, বীজ, কীটনাশক ইত্যাদি এবং নিত্যপ্রয়োজনীয় প্রধান প্রধান খাদ্যদ্রব্যের আমদানিতে বিদ্যমান শুল্কহার অপরিবর্তিত রাখা হয়েছে। পোল্ট্রি শিল্পের খাদ্য প্রস্তুতেব্যবহৃত হুইট গ্লুটেনের আমদানি শুল্ক কমানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমন প্রস্তাব দিয়েছেন। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, ‘কৃষি আমাদের অগ্রাধিকারপ্রাপ্ত খাত। কৃষিখাতের প্রধান উপকরণসমূহবিশেষ করে সার, বীজ, কীটনাশক ইত্যাদি এবং নিত্য প্রয়োজনীয় প্রধান প্রধান খাদ্যদ্রব্যের আমদানিতে বিদ্যমান শুল্কহার অপরিবর্তিত রাখা এবংঅন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমদানিতে প্রযোজ্য শুল্ক–করভার স্থিতাবস্থায় রাখার প্রস্তাব করা হয়েছে।’
এতে একদিকে যেমন কৃষকরা উপকৃত হবেন, ঠিক তেমনি ভাবে উৎপাদন খরচ ও কমিয়ে আনা সম্ভব হবে।
You must be logged in to post a comment.