কৃষক
মো. মাহবুবুর আলম
কলম যে তার গল্প লেখার,
থাকে কে মনে চুপিচুপি ?
বলব আজ,
গল্প যে তাঁর বহুরূপী।
সোনালি ফলন বিকি আমি ,
চাষ করতে হবে যে জমি ।
বলদ জোড়া নাই তো আমার,
তাইতো খুঁজি পাওয়ার ট্রিলার।
ধান ছিল সাত মন দশ সের,
সার বিষের দাম তো ঢের।
ধানের চারা খায়ছে কারেন্ট পোকায়,
কেমন করে যে এবার জমি লাগায়।
বৈশাখ এলো,বলো কেমনে ঘুমায়?
এই বুঝি স্বপ্ন আমার কালবৈশাখী থাবায়।
আকাশ থেকে শিলা বৃষ্টি পড়লে ঝরে ,
সোনালী স্বপ্ন আমার যাবে যে মরে ।
রক্ত, মাংস ঘাম করে তোমাদের খাওয়ায়,
বলো, কতই এর দাম আমি পায়?
শিক্ষিত বড়লোক, তোমাদের মুখের ভাষা,
সুযোগ পেলেই গালি দাও,
তুই একটা চাষা!
আমার কষ্টে গড়া খাবার,
তোমরা কর ভোগ,
অসুস্থ তোমরা,
অকৃতজ্ঞতাই তোমাদের রোগ।