৫৯ বছরে প্রথমবারের মত লোকসানে বাটা

অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশের বিখ্যাত জুতোর ব্র‍্যান্ড বাটা তাদের ৫৯ বছরের ব্যবসায় প্রথমবারের মত লোকসানের মুখে পড়েছে। করোনার কারণে তাদের প্রধান বিক্রয় মৌসুমগুলোতে দোকান বন্ধ রাখায় এমনটি হয়েছে বলে ধারণা তাদের। সাম্প্রতিক ইদ-উল-ফিতর, পূজা, পহেলা বৈশাখের মত অনুষ্ঠানের সময় লকডাউন থাকায় সেভাবে ব্যবসা পরিচালনা করতে পারেনি প্রতিষ্ঠানটি।

১৯৬২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের আমল থেকে চালু হওয়া প্রতিষ্ঠানটির বিক্রি এবছর ৪১ শতাংশ হ্রাস পেয়েছে। তবে লোকসানের মধ্যেও প্রতিষ্ঠানটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ অর্থ বরাদ্দের ঘোষণা দেয়।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে বাটা বাংলাদেশ তাদের সামগ্রিক ব্যবসায় সঙ্কটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ফলে প্রতিষ্ঠানটির আয়ও অনেক কমে এসেছে।

কোম্পানির মার্কেটিং প্রধান ইফতেখার মল্লিক বলেন, ” কোভিড-১৯ এর কারণে সকল প্রকার রপ্তানি বন্ধ থাকায় বাটাও কোনো পণ্য রপ্তানি করতে পারেনি।” এবছরের মধ্যে করোনার প্রকোপ কমলে আবারো লাভের মুখ দেখার আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের সবচেয়ে বড় এই জুতো কোম্পানি।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: ,