বেকারত্ব দূরীকরণে আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্সের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পিএলসি এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট, শনিবার সকাল ১০ টায় ময়মনসিংহের গ্রীন পার্ক রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ময়মনসিংহ ডিভিশনাল অফিসের জিএম শাহজাহান মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আশরাফুজ্জামান আমজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ সহিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আশরাফুজ্জামান আমজাদ বলেন, আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স বীমার পাশাপাশি সঞ্চয়ের দিকে জোড় দিচ্ছে যাতে দেশের জনগন নিরাপদ সঞ্চয়ের মাধ্যমে জীবনমানের উন্নয়ন করতে পারে। এছাড়া তিনি বেকার যুবকদের এই ইন্সুরেন্সে কাজ করার আহ্বান জানান। তিনি আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্সের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগ্রহীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ সহিদুজ্জামান বলেন, বেকারত্ব দূরীকরণে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও পার্টটাইম হিসেবে এটিকে বেছে নিতে পারে। তিনি আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্সকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, লোন প্রদান এবং পড়াশোনার পাশাপাশি এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ প্রদানে অনুরোধ জানান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করার তাগিদ দেন।

বক্তারা আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স এর প্রতি আস্থা রেখে বীমার পাশাপাশি সঞ্চয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এছাড়া শিক্ষাবৃত্তি ও উচ্চশিক্ষার মাধ্যমে সন্তানদের ভবিষ্যৎ গড়তে চালু হওয়া নতুন স্কীম সম্পর্কে সকলকে অবহিত করেন।

অনুষ্ঠানে আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্সের বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন ইউনিটের এজিএম ও ডিজিএমসহ বিভিন্ন কর্মকর্তা, ময়মনসিংহ জেলার বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ এবং আগ্রহী জনগন উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
ad0.3