সিকৃবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১টায় বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডা. শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ডা. ঋত্বিক দেব অপুর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়৷

ক্যাম্পাসের প্রজন্ম চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি সারা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে সিকৃবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়৷ সমাবেশে সিকৃবি ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় শিক্ষক মণ্ডলী ও কর্মকর্তাগণ যোগ দেন।

সিকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ড. ঋত্বিক দেবের সঞ্চালনায় ও ড. শামীম মোল্লার সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, গনতান্ত্রিক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. নির্মল চন্দ্র রায় সহ আরো অনেক।

এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা কাউকে বাধাগ্রস্ত করতে দেয়া হবে না। দেশের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ অপশক্তির অপতত্পরতা রুখে দিবে। সমাবেশ শেষে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেক কেটে মিষ্টি বিতরণ করে ছাত্রলীগের জন্মদিন উদযাপন করা হয়৷

এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আরো দুই দিনের কর্মসূচি রয়েছে৷

  •  
  •  
  •  
  •  

Tags: