হাবিপ্রবিতে অর্গানোগ্রাম বাস্তবায়ন ও ইন্টার্ণ ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

হাবিপ্রবি প্রতিনিধি:
দুই দফা দাবিতে আজ সোমবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এর আগে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

প্রাণিসম্পদ বিভাগের জন্য সময়োপযোগী বিজ্ঞানসম্মত আধুনিক অর্গানোগ্রাম বাস্তবায়ন ও ইন্টার্ণ চিকিৎসকদের মাসিক সন্মানী ভাতা আট হাজার থেকে বাড়িয়ে অন্তত ২০ হাজার টাকায় বৃদ্ধির দাবি জানান তারা।

এ ছাড়া বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিছু সুপারিশ পেশ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কমল চন্দ্র দাস। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সুমন।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাসান আলী, মামুদুল হাসান সাগর, শারমিন আক্তার, রইছুল আযম, শেখ আলী ইফরান, রুখসানা বর্ষা, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

  •  
  •  
  •  
  •  

Tags: