বাকৃবিতে ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জিতেন্দ্রনাথ ভূঁইয়া নামের এক ছাত্রদল কর্মীকে পিটিয়েছে শাখা ছাত্রলীগের কর্মীরা।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন ছাত্রদলের কর্মী বলে দাবি করেছেন জিতেন্দ্রকে। তবে ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, ছাত্রদলের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে ছিলেন কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী জিতেন্দ্রনাথ ভূঁইয়া। এ সময় ছাত্রদল সন্দেহে জিতেন্দ্রকে লাঠিসোঁটা ও রড দিয়ে বেড়ধক পেটান ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, “ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে স্বাধীনতার বিপক্ষের শক্তি সক্রিয়। তাদের প্রতিহত করতে ছাত্রলীগের কর্মীরা সোচ্চার রয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. একেএম জাকির হোসেন বলেন, “আহত শিক্ষার্থী এক সময় ছাত্রদলের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

  •  
  •  
  •  
  •