আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাদশকে ২৯ রানের ব্যবধানে হারিয়ে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট-২০১৮’ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্রিকেট একাদশ।

শুক্রবার রাবি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাবি ক্রিকেট টিমের অধিনায়ক সুমন। ব্যাটিংয়ে নেমেই দলকে দারুণ সূচনা উপহার দেন দুই ওপেনার আহমেদ ও সাদমান। দুজনেই খেলেন মারকুটে ইনিংস। দলীয় ৩৮ রানের মাথায় রাবি একাদশের প্রথম উইকেটের পতন ঘটে। শাবিপ্রবি একাদশের মামুনের বলে ব্যক্তিগত ২৫ রান নিয়ে কটআউট হয়ে সাজঘরে ফিরেন সাদমান। নতুন ব্যাটসম্যান পুলক এসে ব্যক্তিগত ১০ রানের মাথায় উইকেট হারান রবের বলে। ৯৩ রানে ঘটে ৫টি উইকেটের পতন। পরবর্তী ২১ রানেই পড়ে যায় বাকি ৪ উইকেট। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নেমে রাবির বোলারদের তোপে ৮৬ রানে গুটিয়ে যায় শাবিপ্রবি একাদশ। দলীয় ৮ রানের মাথায় ব্যাক্তিগত ১ রানে ওপেনিং ব্যাটসম্যান গৌতমকে সাজঘরে ফেরান সুমন। দ্বিতীয় ব্যাটসম্যান শিহাবও আউট হয়ে যান ১ রান করে। প্রথম ৩ ওভারে মাত্র ১৫ রানের মাথায় ৪টি উইকেট হারিয়ে দিশাহীন হয়ে পড়ে শাবিপ্রবি একাদশ। সপ্তম উইকেটে অধিনায়ক রানা ব্যাটিংয়ে এসে দলকে কিছুটা আশার আলো দেখালেও ১৫ রান করে অপুর বলে সাজঘরে ফেরেন তিনি। অবশেষে ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ৮৬ রান করতে সক্ষম হয় শাবিপ্রবির ব্যাটসম্যানরা।

ম্যাচে ৪ ওভারে ১৪ রানে ৩টি উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাবি একাদশের অপু। ৪ ম্যাচে ৮৯ রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অলরাউন্ডার আমিন খান।  টুর্নামেন্ট জুড়ে তুলে নেন ৭ উইকেট ও ৩টি ক্যাচ।

এ বছর ১৯টি বিশ্ববিদ্যালয়ের অংশ নেওয়ার কথা থাকলেও সমস্যার কারণে শেষ মুহূর্তে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অংশ নেয়নি। ১৭টি দলের মধ্যে অনুষ্ঠিত টুর্নামেন্টটি শুরু হয় গত ৩ মার্চ।  এর আগে বৃহস্পতিবার সকালে প্রথম সেমিফাইনালে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (হাবিপ্রবি) ২৫ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শাবি একাদশ। দিনের অপর সেমিফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয় একাদশকে ৩৬ রানে পরাজিত করে ফাইনালে উঠে যায় রাবি একাদশ। এনিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়।

  •  
  •  
  •  
  •  

Tags: