ঢাকাস্থ আনসার একাডেমীতে জাসুফাব’র পারিবারিক মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক:

JATsuFAB জাসুফাব (Japan Tsukuba Friendship Association of Bangladesh) এর আয়োজনে সম্প্রতি, ৭ই মার্চ (শনিবার) আনসার একাডেমী, সফিপুর, গাজিপুর, ঢাকায় অবস্থানরত সুকুবা ইউনির্ভাসিটি জাপানের প্রাক্তন ছাত্র/ছাত্রী, পরিবারসহ অন্যান্য সকল সদস্যদের নিয়ে একটি পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সকলের সম্মতিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জনাব রেজাউল করিম রেজাকে সভাপতি ও কৃষিবিদ ড. মো: আজাদুল হক আজাদকে জাসুফাব’র মহাসচিব করা হয়।

আগামী এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার প্রস্তাব গৃহীত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন JUAB এর সভাপতি অধ্যাপক ড. খন্দকার ইয়াহিয়া, কারিন ইন্টারন্যাশনাল একাডেমির প্রধান নির্বাহী জনাব এম. এইচ. খান মুন্না, আনসার একাডেমির পরিচালক জনাব ড. আমিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব ড. মাহতাব ও সহকারী প্রধান শাহনাজ আক্তার, পরমাণু গবেষণার পিসও জনাব ড. মায়দুল, সহযোগী অধ্যাপক জনাব ড. মনজু, ধান গবেষণার পিএসও জনাব ড. সালাম, রোডস এনড হাইয়ের নির্বাহী পকৌশলী জনাব রাসেল, সহকারী অধ্যাপক জনাব ড. নাহিদ, সহকারী অধ্যাপক জনাব ড. হেলাল সহ অন্যন্য সদস্যবৃন্দ।

পুরষ্কার বিতরণ, ছোট সোনা মনিদের অংশগ্রহণ সহ র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে ড.সালামের উপস্থাপনায় সকলের জাপানীজ ভাষায় আলোচনা শেষে ভবিষ্যতে সকল সদস্যদের উপস্থিতি ও সুস্বাস্থ্য কামনা করে দিনব্যাপি অনুষ্ঠান শেষ হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: