বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

bau shishu dibosh

রোহান ইসলামঃ নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে তের দিনের (১৪ মার্চ-২৬ মার্চ) বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ।

কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৪ মার্চ ২০২১) সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক অফিস, হলসমূহ ও আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাণী প্রচার করা হয়।

মঙ্গলবার (১৬ মার্চ ২০২১) বঙ্গবন্ধু স্মৃতি চত্বর ও প্রশাসনিক ভবনে নান্দনিক আলোকায়ন ও ব্যানার ফেস্টুন প্রদর্শন করা হয়।

পরদিন বুধবার (১৭ মার্চ ২০২১) সকাল আটটায় বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান ও অন্যান্য সংগঠন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ৯.৩০ ঘটিকায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে “জাতির জনক বঙ্গবন্ধু ও বাংলাদেশ” সম্পর্কিত গান, আবৃত্তি, ছড়া এবং বক্তৃতা পরিবেশন করা হয়৷

দুপুর ১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটি মানুষেকে বঙ্গবন্ধুর মত দেশ গড়ার কারিগর হিসেবে স্বপ্ন দেখতে হবে। বঙ্গবন্ধুর মহান আদর্শ বুকে ধারণ করে স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সবাইকে নিয়োজিত থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ.কে.এম. জাকির হোসেন বলেন, বঙ্গবন্ধু মানে আমাদের জাতীয় পতাকা, বঙ্গবন্ধু মানে বাঙালী জাতীয়তাবাদ, বঙ্গবন্ধু মানে গণতন্ত্র, বঙ্গবন্ধু মানে সমাজতন্ত্র, বঙ্গবন্ধু মানে অসাম্প্রদায়কিতা।

কর্মসূচির পরবর্তী অংশে (১৭ মার্চ – ২৬ মার্চ) জন্মশতবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে প্রতীকী চিঠি লেখা প্রতিযোগিতা ও প্রীতি খেলাধুলার আয়োজন করা হয়েছে।

সম্পূর্ণ অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোঃ আজহারুল ইসলাম।

  •  
  •  
  •  
  •