বিশ্ব ভেটেরিনারি দিবসে ভেটেরিনারিয়ানদের প্রত্যাশা ও প্রাপ্তি (ভিডিও)

নিউজ ডেস্ক
২৪ এপ্রিল, ২০২১ বিশ্ব ভেটেরিনারি দিবস। প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার এই দিবসটি পালন করা হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মত সচারচর বাংলাদেশেও অত্যান্ত গুরুত্বসহকারে দিবসটি পালন করা হয়। তবে করোনা মহামারির কারণে গত বছরের ন্যায় এ বছরও সীমিত পরিসরে পালিত হবে এ দিবসটি।
এবারের প্রতিপাদ্য “Veterinarian response to the Covid-19 crisis”। বাংলায় অনেকটা বলা যায় ”কোভিড-১৯ সংকটে ভেটেরিনারিয়ানদের সাড়া”। এ দিবসটিকে প্রাণির স্বাস্থ্য, মানুষ এবং পরিবেশের উপর ভেটেরিনারিয়ানদের অবদান উদযাপন করার একটি সুযোগ হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্ব ভেটেরিনারি দিবসে নিজেদেরদের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে সবুজবাংলাদেশ24.কম এর সাথে কথা বলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
দেখুন তাদের অভিব্যাক্তি-
You must be logged in to post a comment.