বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আজ যা বললেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা আশা করছি আগামী অক্টোবরের মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারব। এ ছাড়াও ঝুঁকি না নিয়ে স্কুল খোলার বিষয়ে আগামী সপ্তাহে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘বঙ্গমাতার জীবনাদর্শ, অনুপ্রেরণা ও আত্মত্যাগ’ শীর্ষক আলোচনায় যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী একমাসের মধ্যে ১৮ বছরের বেশি বয়সী বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অর্থাৎ যাদের টিকা দেয়া যাবে তাদের টিকা দেওয়ার কাজ সম্পন্নের চেষ্টা করছি। টিকা দেওয়ার পর ইমিউনিটি একটা পর্যায়ে আসতে সপ্তাহ দুয়েক সময়ের প্রয়োজন হয়। এরপর আমরা আশা করছি অক্টোবরের মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারব। এ ছাড়া, ঝুঁকি না নিয়ে স্কুল খোলার বিষয়ে আগামী সপ্তাহে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ জানান, ‘সেপ্টেম্বর মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এরপর, অক্টোবরের ১৫ তারিখ থেকে তারা বিশ্ববিদ্যালয়গুলো খুলতে পারবে।’

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: