বাকৃবিতে আসছেন কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম

রোহান ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
“জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশে কৃষি শিক্ষার অগ্রযাত্রা” শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরেণ্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উদ্যোগে আলোচনা সভাটি আগামী ১৬ সেপ্টেম্বর ২০২১ খ্রীস্টাব্দ বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম।
সভায় সভাপতিত্ব করবেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
এসময় আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর শাখা আওয়ামী লীগের সভাপতি এহ্তেশামুল আলম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা শাখা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা।