প্রাথমিক শিক্ষকদের বেতন নিশ্চিতের তাগিদ দিল সংসদীয় কমিটি

নিউজ ডেস্কঃ সংসদীয় কমিটি জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক এখনও বেতন পাননি যতদ্রুত সম্ভব তাদের বেতন প্রাপ্তি নিশ্চিতের তাগিদ দিয়েছে। এছাড়া এডিপিও পদে কর্মরতদের ডিপিও পদে পদোন্নতির বিষয়ে যৌক্তিকতা নিরূপণ করে দ্রুত পদোন্নতি দেওয়ার জন্যও সুপারিশ করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ তাগিদ দেওয়া হয়। বৈঠকে আগের বৈঠকগুলোর (১-১৩তম) গৃহীত সব সিদ্ধান্ত/সুপারিশ বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন দাখিল ও পর্যালোচনা করা হয়।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মেহের আফরোজ, আলী আজম ও মো. মোশারফ হোসেন।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন শূন্যপদের বিপরীতে এবং ছাত্র সংখ্যার অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকসহ অন্যান্য সহায়ক জনবলের বিপরীতে পদ সৃজন ও নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।

  •  
  •  
  •  
  •  
ad0.3

Tags: