শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর প্রফেসর আব্দুর রহমান সরকার

নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর হিসাবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো: আব্দুর রহমান সরকার।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ব বিভাগে অবসরপ্রাপ্ত অধ্যাপক।
গতকাল সোমবার (২২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব শামিমা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এই নিয়োগের আদেশ দেয়া হয়। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে প্রফেসর ড. মো: আব্দুর রহমান সরকারকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেয়া হয়েছে৷
আদেশে উল্লেখ করা হয়, ভাইস চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে। তবে, প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে-কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।