রাবি ক্যাম্পাসে দিনে-দুপুরে ছাত্রীর ব্যাগ ছিনতাই

নিউজ ডেস্ক:

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের মাইশা জান্নাত। তার ব্যাগে মোবাইল ফোন, আইডি কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

ভূক্তভোগীর বন্ধু মাহমুদ সাকী বলেছেন, “জান্নাত কাজলা থেকে রিকশায় করে মুন্নুজান হলের দিকে যাচ্ছিলেন। প্যারিস রোডের জুবেরী ভবনের সামনের রাস্তায় পৌঁছালে নীল রংয়ের একটি বাইকে করে দুজন এসে রিকশা থামায়। পরে ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে ক্যাম্পাস ত্যাগ করে।”

ছিনতাইয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, “ঘটনাটি আমি জেনেছি। আমরা এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েছি। সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।”

এ বিষয়ে মতিহার থানার ওসি বলেন, “ছিনতাইয়ের বিষয়ে আমি কিছু জানিনি। থানায় কেউ এসে অভিযোগ দেয়নি। বিশ্ববিদ্যালয় থেকে অভিযোগ দেওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।”

  •  
  •  
  •  
  •  
ad0.3