আইআইএএসটি, রংপুর এর তিন শিক্ষকের গবেষণা অনুদান লাভ

রংপুর প্রতিনিধিঃ

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি (আইআইএএসটি), রংপুরের তিনজন শিক্ষক গবেষণা অনুদান পেয়েছেন। এ তিনজন শিক্ষক হলেন- মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ডাঃ গোলাম রাব্বী, ফিসারিজ বিভাগের প্রভাষক মোঃ আতিক চৌধুরী এবং ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের প্রভাষক মোঃ সারোওয়ার হোসেন। বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের ২০২১-২২ অর্থবছরে প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নমূলক (R & D) প্রকল্পের আওতায় এ গবেষণা অনুদান লাভ করেন তারা। এর আগেও কয়েকজন শিক্ষক একই অনুদান পেয়েছেন।

জানা যায়, মোঃ গোলাম রাব্বীর গবেষণার বিষয়- বিড়াল ও কুকুরে করোনা ভাইরাসের এন্টিবড়ি আছে কি না তা সনাক্ত করা। মোঃ আতিক চৌধুরী, উচ্চতাপমাত্রা ও মাছের আকার কিভাবে বাটার ক্যাটফিশ এর দৈহিক বৃদ্ধিতে প্রভাব ফেলে- তা নিয়ে গবেষণা করবেন। মোঃ সারোওয়ার হোসেন চিতল মাছ থেকে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া পৃথক করে তা জীবানুর বিরুদ্ধে কতটুকু কাজ করে তা নিয়ে গবেষণা করবেন। এছাড়া ‘ওয়ান হেল্থ‘ নিয়ে যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা চলমান রয়েছে বলে জানা যায়।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সহিদুজ্জামান বলেন, আইআইএএসটিতে শিক্ষকদের গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রতিটি বিভাগে যুগোপোযুগী গবেষণা করার যন্ত্রপাতি ও কেমিক্যাল রয়েছে। শিক্ষার্থীরা এসব গবেষণায় যুক্ত হয়ে বিভিন্ন ব্যবহারিক বিষয়ের ক্লাসে হাতে কলমে শেখার ও বোঝার সুযোগ পাচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আইআইএএসটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০১৫ সাল থেকে বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বিএসসি ইন ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স এবং বিএসসি ফিসারিজ বিষয়ে স্নাতক ডিগ্রী প্রদান করে আসছে।

  •  
  •  
  •  
  •  
ad0.3