রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে ।বৃহস্পতিবার (১২ মে) সকাল ৯টার দিকে ভুক্তভোগীর বাড়িতে এসে তাকে ছুরিকাঘাত করে বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী লোকমান হোসেন শাওন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত আনাস একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। উভয়েরই বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার জমিদার নগরে।

ঘটনাসূত্রে জানা গেছে, পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে ভুক্তোভোগীর পরিবারের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্ত আনাসের পরিবার। এতে ভুক্তভোগীর ছোটভাই ও মা গুরুতর আহত হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি জেনেছি। এখনো থানায় এসে কেউ অভিযোগ দেইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো।

  •  
  •  
  •  
  •