BSVER এর দুইদিনব্যাপী ২৮ তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এ্যান্ড রিসার্চ (BSVER) এর আয়োজনে দুইদিনব্যাপী ২৮ তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে। ২৮ ও ২৯ মে ভার্চুয়ালি এ সম্মেলন চলবে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য  Covid-19 Impact on Livestock Industries and Mitigation, অর্থাৎ প্রাণিসম্পদ শিল্পের উপর করোনার প্রভাব এবং প্রশমন। বিষয়টির উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের খাগোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাওকি মিউরা।

সম্মেলনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান।

এসময় বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন রেনাটা লিমিটেডের পশু স্বাস্থ্য বিভাগের পরিচালক জনাব মোঃ সিরাজুল হক, কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) নির্বাহী পরিচালক ডা. জীবন কৃষ্ণ বিশ্বাস, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন।

সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন BSVER এর আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মো: আব্দুল আউয়াল। BSVER এর সেক্রেটারী প্রফেসর ড. মো: তানভীর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন BSVER এর সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের এনাটমি ও হিস্টোলজি বিভাগের প্রফেসর ড. জহিরুল ইসলাম খান। উদ্ধোধনী অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন BSVER এর আয়োজক কমিটির সদস্য সচিব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. মুহা: ইলিয়াছুর রহমান ভূঁইয়া।

এসময় দেশবিদেশের প্রায় শতাধিক ভেটেরিনারিয়ান অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যুক্ত ছিল।

  •  
  •  
  •  
  •  
ad0.3