
বাকৃবি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ আয়োজিত “অন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট -২০২২” এর ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ কর্তৃক আয়োজিত “অন্তঃ অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট -২০২২” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের মাঠে এই খেলায় অংশ নেয় মাস্টার্স প্রথম বর্ষ ও আন্ডারগ্রেজুয়েট লেভেল-৪।
খেলার প্রথমার্ধে মাস্টার্স প্রথম বর্ষ ২-০ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ২ গোল পরিশোধ করে দুর্দান্তভাবে খেলায় ফিরে আসে লেভেল-৪। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে ২-১ গোল ব্যবধানে লেভেল-৪ কে হারিয়ে টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে ২০১৬-১৭ সেশনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল মাস্টার্স প্রথম বর্ষ।।
পরবর্তীতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন “কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ’ এর সম্মানিত ডিন প্রফেসর ডঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ফুড টেকনোলজি ও গ্রামীন শিল্প বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ আফজাল রহমান, প্রফেসর ডঃ আনিসুর রহমান মজুমদার, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ডঃ এ.কে. এম আধাম ও কম্পিউটার সাইন্স এন্ড ম্যাথমেটিক্স বিভাগের প্রফেসর ডঃ মোঃ রাকিব হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ এবং লেভেল-৪ এর হয়ে খেলায় অংশগ্রহন করেন বাকৃবি ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ মেহেদি হাসান।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পর অনুষদীয় ডিন প্রফেসর ডঃ নজরুল ইসলাম তার সমাপনি বক্তব্যে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল একটি টুর্নামেন্ট আয়োজন করায় মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী হিমু হিমেল এবং বাবর আজমকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এধরনের আরো টুর্নামেন্ট আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।
You must be logged in to post a comment.