বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াডের প্রথম পর্বে বাকৃবিতে বিজয়ী টিম বাউ হান্টার্স

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড। এ প্রতিযোগিতার প্রথম পর্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিজয়ী হয়েছে টিম ‘BAU Hunters‘ । উক্ত টিম এর নেতৃত্ব দিয়েছেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী আমির হামজা মাসুম। অন্যান্য সদস্যরা হলেন মো. ওমর ফারুক (লেভেল ৪) ,সিফাত আক্তার নিশাত(লেভেল ৩), মো.মাশরুল আহসান(লেভেল ২)এবং ইন্দ্রাণী আদিত্য সরকার (লেভেল ১)

১লা অক্টোবর, শনিবার ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জিমন্যাসিয়ামে অলিম্পিয়াডের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। FAO, NVDC এবং DLS এর আয়োজনে সকাল ৯ঃ১৫ টায় প্রতিযোগিতাটি শুরু হয়। প্রতিটি লেভেল থেকে ৫ জন করে মোট ১৬ টি টিম এতে অংশ নেয়। অলিম্পিয়াডের সার্বিক অর্থায়নে ছিল USAID এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকমন্ডলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষদীয় ডীন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন।

অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয় মোট ৩টি ধাপে। প্রথম ধাপে ছিলো ৪০টি MCQ প্রশ্ন এবং সময় ছিল ১ ঘণ্টা এবং প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে অনলাইন মাধ্যমে । পরবর্তী ধাপ ছিল লিখিত পর্ব। প্রতিটি প্রশ্নের জন্য সময় ছিল ৫ মিনিট করে। শেষের ধাপ ছিল বুদ্ধিমত্তার। এই ধাপে প্রত্যেক প্রতিযোগীকে একটা প্রবেশপথের ভিতর দিয়ে যেতে হয়েছে যেখানে একটি টেবিলে বিভিন্ন মেডিক্যাল যন্ত্রসামগ্রী এর ছবি রাখা ছিল। এই ধাপে প্রত্যেককে একটি করে বল নিয়ে একটি ঝুড়িতে ফেলতে হয়েছে এবং পূর্বে দেখা চিত্র গুলোকে একত্রে করে এর তালিকা করতে হয়েছে। তিন ধাপে ছিল ১০০ নম্বর। বিজয়ী দলের স্কোর ছিল ৮২।

আগামী ১৬ই নভেম্বর কক্সবাজারের হোটেল টিউলিপে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।।

  •  
  •  
  •  
  •  
ad0.3