বাকৃবি ফজলুল হক হলের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার বিকেল ৪ টায় ফজলুল হক হলের কমন রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশ বিদেশে অবস্থিত ফজলুল হক হলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কিভাবে মিলনমেলার ব্যবস্থা করা যায় তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়।
আলোচনায় ফজলুল হক হলের প্রভোষ্ট অধ্যাপক ড. রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। অধ্যাপক জাকির ফজলুল হক হলের প্রাক্তন ছাত্র।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান সবুজ, অধ্যাপক ড. চয়ন গোস্বামী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা জনাব মনিরুজ্জামান, জনাব আব্দুল বাতেন, জনাব আতিকুজ্জামান রয়েল, বিএফআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব সাজেদ, জনাব রায়হান।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের প্রথম পদক্ষেপ বাস্তবে রুপ পেল আজ। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের সবচেয়ে আবেগের স্থান হল তার হল। আর এই পুনর্মিলনীকে বাস্তবে রূপদিতে এবং সফল করতে ফজলুল হক হলের শিক্ষর্থীরা সকলেই কাজ করতে চান।
মতাবিনিময় সভায় ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র ছাত্র দূর্জয় বড়ুয়া, চন্দন মিত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মেহেদি রুমি জয়, নাসির উদ্দিন, কিবরিয়া, কবির, ইমন, রিদম, রাকিব সহ ফজলুল হক হলের শতাধিক ছাত্র ও সাংবাদিকবৃন্দ।
সভায় পুনর্মিলনীর সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অতিসত্বর অন্যান্য অ্যালামনাইদের সাথে আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
You must be logged in to post a comment.