
বাকৃবি ভেটেরিনারি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. আউয়াল

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ৩৭ তম ডিন হিসাবে নিযুক্ত হয়েছেন অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল আউয়াল। রবিবার (৩০ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি সদ্য বিদায়ী ডিন ও প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মকবুল হোসেনের স্থলাভিষিক্ত হলেন।
অধ্যাপক ড. মোঃ আব্দুল আউয়াল ১৯৮৮ সালে লেকচারার হিসাবে বাকৃবিতে যোগদান করেন এবং ২০০২ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৮৪ সালে ভেটেরিনারি অনুষদের অধীনে প্রথম শ্রেণীতে ডিভিএম পাস করেন। ১৯৮৯ সালে অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজিতে প্রথম শ্রেণীতে ১ম হয়ে মাস্টার্স সম্পন্ন করেন।
তিনি ১৯৯৬ সালে জাপানের কাগোশিমা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ১৯৯৯-২০০১, ২০০৩-২০০৫ জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ প্রোগ্রাম (জেএসপিএস) সম্পন্ন করেন।এছাড়াও তিনি ২০০৪ থেকে ২০০৫ সালে দক্ষিণ কোরিয়ার পোহাং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (POSTECH) এর ভিজিটিং প্রফেসর ছিলেন।
অধ্যাপক ড. মোঃ আব্দুল আউয়াল একজন স্বনামধন্য গবেষক। তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক জার্নালের সম্পাদক হিসেবে কাজ করেছেন। তিনি মানসম্পন্ন জার্নালে ৬৪টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক অনেক সম্মেলন, কর্মশালা, সেমিনারে অংশগ্রহণ করে দেশকে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও তিনি অসংখ্য মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণা কাজেরও তত্ত্বাবধান করেন।
বাকৃবিতে শিক্ষকতা ও গবেষণা কর্মজীবনের পাশাপাশি তিনি বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি এনাটমি এবং হিস্টোলজি বিভাগের প্রধান হিসেবে ৪ বার দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও গবেষণা, সামাজিক, সাংস্কৃতিক, জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও পেশাজীবী সংগঠনের সাথে জড়িত।
অধ্যাপক ড. মোঃ আব্দুল আউয়াল ১৯৬৩ সালের ৩১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকেই তিনি বিভিন্ন পরীক্ষায় মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি এসএসসিতে কুমিল্লা বোর্ডের মেধা তালিকায় প্রথম শ্রেণিতে ৪র্থ এবং এইচএসসিতে ১ম শ্রেণিতে ২য় স্থান অর্জন করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেন।
You must be logged in to post a comment.