রং তুলির আঁচড়ে নতুন রূপে বাকৃবির কে আর মার্কেট

নিজস্ব প্রতিবেদকঃ রাতারাতি বর্ণিল সাজে সেজে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কে. আর. মার্কেট। মার্কেটের ভেতরের দেয়াল ও চায়ের স্টল গুলোতে শোভা পাচ্ছে রং তুলির আঁচড়ে তৈরি দেশীয় আলপনা। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ব্যস্ত এই জায়গাটিকে শিল্পের ছোয়া লাগানোর এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অর্গানাইজার্স’ সোসাইটি (বাউওএস)।
‘রং যেন মোর মর্মে লাগে‘ শীর্ষক তাদের এই আয়োজনে কে আর মার্কেটের ভেতরের বিভিন্ন পিলার ও চায়ের দোকান গুলোতে আলপনা ও নকশা আঁকা হয়।
১৭ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ফিজিওলজি বিভাগের অধ্যাপক ও বাউওএস এর সভাপতি ড. আফরিনা মুস্তাব়ী সন্ধ্যা ৭ টায় তুলির আঁচড়ে এই আয়োজনের উদ্বোধন করেন। এরপর দুইদিন ব্যাপী বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থীগণ কে আর মার্কেটকে রং দিয়ে রাঙিয়ে তোলে।
সংগঠনের সাধারণ সম্পাদক জয়তু কুমার মন্ডল সবুজবাংলাদেশ24.কমকে বলেন,’বাউওএস ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে দক্ষ সংগঠক তৈরিতে বিশ্বাসী। কে আর মার্কেটে আমাদের এই প্রচেষ্টা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এক নতুন মাত্রা যোগ করবে।’
You must be logged in to post a comment.