বাকৃবিতে ইমেরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডলের শিক্ষকতার ৫০ বছর পূর্তিতে সুহৃদ সন্ধ্যা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডলের শিক্ষকতার ৫০ বছর পূর্তিতে সুহৃদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রফেসর ড. সাত্তার মণ্ডল বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক। তিনি ১৯৪৯ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি তার অদম্য মেধার পরিচয় দিতে থাকেন। ১৯৫৯ সালে তিনি প্রাথমিকের গন্ডি পার হন ও ১৯৬৫ সালে এসএসসি পাশ করেন।
তিনি তার বলিষ্ঠ বক্তব্য ও যুক্তিখন্ডনের জন্য ১৯৭০ সালে লাহোরে আন্ত: বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। তিনি ১৯৭২ সালে কৃষি অর্থনীতিতে স্নাতক ও ১৯৭৪ সালে স্নাতকোত্তর পাশ করেন।
ড. সাত্তার বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতিতে ১৯৭৩ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৭৯ সালে তিনি পিএইচডি করতে লন্ডন যান। ১৯৮৬-৮৭ সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট- ডক্টোরেট করেন। ১৯৮৮ সালে তিনি বিভাগীয় প্রধান এবং ১৯৯৭ সালে তিনি অনুষদের ডিন হিসেবে যোগদান করেন।
২০০৮ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন এবং ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর হিসেবে আক্ষায়িত হন।
প্রফেসর ড. সাত্তার ২০২২ সালে বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা “একুশে পদকে” ভূষিত হন।
এ অনুষ্ঠানে অন্যান্য উপস্থিতিদের মধ্যে ছিলেন প্রফেসর সাত্তার মন্ডলের পরিবার পরিজন ও অসংখ্য গুণগ্রাহী। তারা সকলেই তার অর্জনের জন্য শুভ কামনা জানান এবং দীর্ঘায়ু কামনা করেন।
You must be logged in to post a comment.